ব্রেকিং:
ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ এসিল্যান্ড আঞ্জুমানের বিরুদ্ধে ঈদুল আজহার ছুটিতে শিবগঞ্জে এক সপ্তাহে ৩ খুন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক চাঁপাইনবাবগঞ্জে লাঠিচার্জে ১১ নারী আহতের ঘটনায় ওসি প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে ২.৫ কিলোমিটার সড়কে খোয়া বিছিয়েই লাপাত্তা ঠিকাদার তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮

মঙ্গলবার   ০২ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১৭ ১৪৩২   ১১ জমাদিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ এসিল্যান্ড আঞ্জুমানের বিরুদ্ধে ঈদুল আজহার ছুটিতে শিবগঞ্জে এক সপ্তাহে ৩ খুন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক চাঁপাইনবাবগঞ্জে লাঠিচার্জে ১১ নারী আহতের ঘটনায় ওসি প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে ২.৫ কিলোমিটার সড়কে খোয়া বিছিয়েই লাপাত্তা ঠিকাদার তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮
১০২৮

পেঁয়াজ আমদানির খবরে চাঁপাইনবাবগঞ্জে কমেছে দাম, স্বস্তিতে ভোক্তা

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৫  

ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে চাঁপাইনবাবগঞ্জের বাজারে দেশি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। গত দুই দিনে পাইকারি বাজারে কেজিতে ১০ থেকে ১৩ টাকা পর্যন্ত কমেছে দাম। বাজার স্থিতিশীল রাখতে পেঁয়াজের সরবরাহ ঠিক থাকলে মূল্য আরও কমতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সোমবার(১৮ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৬১টি ট্রাকে আরও ১ হাজার ৭৪০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে গত (১৪, ১৭ ও ১৮ আগস্ট) তিন দিনে সোনমসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে ২ হাজার ৬১৯ মেট্রিকটন পেঁয়াজ।  

এদিকে, জেলার পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে পাইকারিতে কেজিতে ১০ থেকে ১৩ টাকা দাম কমে বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৫ টাকা। আর খুচরা বিক্রি হচ্ছে ৬৪ থেকে ৭০ টাকা। তহাবাজারের পাইকারি বিক্রেতা ও একতা শস্য ভাণ্ডারের ম্যানেজার আব্দুল আলীম জানান, দুদিন আগেও যে পেঁয়াজ পাইকারি বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ টাকা। আর খুচরা বিক্রি হয়েছে ৭৮ থেকে ৮০ টাকা। 
তিনি আরও বলেন, মূলত পেঁয়াজ আমদানির খবরে এই দাম কমেছে। সরবরাহ স্বাভাবিক থাকলে দাম আরও কমবে এবং স্থিতিশীলতা ফিরে আসবে বলেও তিনি জানান।’ 

পেঁয়াজের আমদানি ও দাম কমার খবরে স্বস্তি ফিরতে শুরু করেছে ভোক্তাদের মাঝেও। আরিফুল ইসলাম নামে এক ভোক্তা জানান, কিছুদিন ধরে বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়ে ৭৫-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। কিন্তু ভারতের পেঁয়াজ আমদানির ফলে স্থানীয় বাজারে কেজিতে ১০-১৩ টাকা কমে এসেছে। সরকার বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধির দিকে নজর দেয়ায় একজন ভোক্তা হিসেবে আমি খুশি। 

এদিকে, সাধারণ ক্রেতারা জানিয়েছেন, পেঁয়াজের আমদানির খবরেই দাম কমতে শুরু করেছে। এতেই প্রমাণ হয় যে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে ইচ্ছেমতো দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করে তোলে। সরকারের সঠিক মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা বার বার এই সুযোগ নিয়ে অতি মুনাফা করছে। যে কারণে অল্প সময়ের মধ্যেই অনেক পণ্যের দামে অস্থিরতা দেখা দেয়। তাই বাজর নিয়ন্ত্রণে আমদানির পাশাপাশি মনিটরিং বাড়াতে হবে। 

অপরদিকে, পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানিতে আইপি বা ইমপোর্ট পারমিট নীতি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, সীমিত আইপি বরাদ্দ অব্যাহত থাকলে বাজারে সরবরাহ ব্যাহত হবে, ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন। তাই ভারত থেকে দেশে পেঁয়াজ সরবরাহ স্বাভাবিক রাখতে বর্তমান আইপি নীতি পুনর্বিবেচনা করে উন্মুক্তভাবে আইপি দেয়া হলে আমদানিকারকরা সুবিধা পাবেন। তাদের সময় ও খরচ সাশ্রয় হবে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে।

এর আগে, ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে গত ১২ আগস্ট পেঁয়াজ আমদানির ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে শিগগিরই পেঁয়াজ আমদানি করা হবে। আমদানি উন্মুক্ত করে দেয়া হবে। যে দেশে সস্তায় পাওয়া যাবে সেখান থেকেই পেঁয়াজ আমদানি করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ
এই বিভাগের আরো খবর