ব্রেকিং:
ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ এসিল্যান্ড আঞ্জুমানের বিরুদ্ধে ঈদুল আজহার ছুটিতে শিবগঞ্জে এক সপ্তাহে ৩ খুন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক চাঁপাইনবাবগঞ্জে লাঠিচার্জে ১১ নারী আহতের ঘটনায় ওসি প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে ২.৫ কিলোমিটার সড়কে খোয়া বিছিয়েই লাপাত্তা ঠিকাদার তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮

মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫   আষাঢ় ১৬ ১৪৩২   ০৫ মুহররম ১৪৪৭

সর্বশেষ:
ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ এসিল্যান্ড আঞ্জুমানের বিরুদ্ধে ঈদুল আজহার ছুটিতে শিবগঞ্জে এক সপ্তাহে ৩ খুন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক চাঁপাইনবাবগঞ্জে লাঠিচার্জে ১১ নারী আহতের ঘটনায় ওসি প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে ২.৫ কিলোমিটার সড়কে খোয়া বিছিয়েই লাপাত্তা ঠিকাদার তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮
১৭

ডিভোর্সের হুমকিতে স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ৩০ জুন ২০২৫  

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বারবার ডিভোর্স দেওয়ার হুমকিতে ক্ষুব্ধ হয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেছেন স্ত্রী তাসলিমা খাতুন (১৯)।

 

রোববার (২৯ জুন) রাত ৩টার দিকে শাহজাহানপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

আহত যুবক, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে রায়হান আলী (২০)। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

আটককৃত তাসলিমা সদর উপজেলার মিরেরচরা গ্রামের আকরাম আলীর মেয়ে। 

 

জানা যায়, প্রেম করে তাসলিমা খাতুনকে বিয়ে করেন রায়হান। কিন্তু বিয়ের পর থেকেই রায়হান তার স্ত্রীকে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে আসছিল। এতে ক্ষুব্ধ হয়ে তাসলিমা খাতুন ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে তার স্বামীর গোপনাঙ্গ সম্পূর্ণ কেটে দেয়। এ সময় তার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে। এদিকে, তাসলিমাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে প্রতিবেশীরা। পরে সকালে পুলিশের হাতে তাকে সোপর্দ করা হয়। 

 

শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই রাতেই স্থানীয়রা ওই নারীকে আটক করে রাখে। তার বাবার বাড়ির লোকজনকে খবর দেয়া হলেও তারা ঘটনাস্থলে উপস্থিত হয়নি। পরে সকালে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে ওই নারী নিজ স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার কথা স্বীকার করেছেন। কারন জানতে চাইলে সে জানায়, তাকে নাকি বারবার ডিভোর্স দেয়ার হুমকি দিতো রায়হান। তাই ক্ষুব্ধ হয়ে সে এই কাজ করেছে বলে জানিয়েছে। 

 

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ মুঠোফোনে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং ওই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ
এই বিভাগের আরো খবর