ব্রেকিং:
ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ এসিল্যান্ড আঞ্জুমানের বিরুদ্ধে ঈদুল আজহার ছুটিতে শিবগঞ্জে এক সপ্তাহে ৩ খুন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক চাঁপাইনবাবগঞ্জে লাঠিচার্জে ১১ নারী আহতের ঘটনায় ওসি প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে ২.৫ কিলোমিটার সড়কে খোয়া বিছিয়েই লাপাত্তা ঠিকাদার তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮

মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫   আষাঢ় ১৬ ১৪৩২   ০৫ মুহররম ১৪৪৭

সর্বশেষ:
ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ এসিল্যান্ড আঞ্জুমানের বিরুদ্ধে ঈদুল আজহার ছুটিতে শিবগঞ্জে এক সপ্তাহে ৩ খুন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক চাঁপাইনবাবগঞ্জে লাঠিচার্জে ১১ নারী আহতের ঘটনায় ওসি প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে ২.৫ কিলোমিটার সড়কে খোয়া বিছিয়েই লাপাত্তা ঠিকাদার তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮
৫৩৪

চাঁপাইনবাবগঞ্জে ২.৫ কিলোমিটার সড়কে খোয়া বিছিয়েই লাপাত্তা ঠিকাদার

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ১৮ জুন ২০২৫  

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন একটি সড়কের সংস্কার কাজের মেয়াদ পার হলেও কাজ শেষ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার লোকজন।

জানা যায়, নাচোল-রাজবাড়ী বাজার শেষ সীমানা পর্যন্ত ২.৫ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ পায় কুমিল্লার ঠিকাদারি প্রতিষ্ঠান মোস্তফা জামান (প্রা.) লিমিটেড। রাস্তাটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় তিন কোটি টাকা। ২০২৩ সালের ডিসেম্বর মাসে সড়কের কাজ শুরু হয়। নিয়ম অনুযায়ী ২০২৫ সালের জুন মাসের ৫ তারিখ কাজের মেয়াদ শেষ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের শুরুতে সড়কের পুরো অংশে ইটের খোয়া বিছিয়ে এখনো কাজ শেষ না হওয়ায় এলাকার লোকজন সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। রাস্তায় বিছানো খোয়া ইতোমধ্যে উঠে রাস্তার নানা জায়গায় গর্তের সৃষ্টি হওয়ায় বৃষ্টির পানি জমে যাচ্ছে। বৃষ্টির পানি জমে সড়কে গর্তের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা নাইম সাদিক জানান, এ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক। এ সড়ক দিয়ে উপজেলার লোকজনসহ নওগাঁর নিয়ামতপুরের লোকজন প্রতিনিয়ত যাতায়াত করে। ১০ গ্রামের মানুষের যাতায়াত এ রাস্তা দিয়ে। রাস্তাটি সংস্কারের অভাবে রাস্তার ধুলোবালিকনা বাতাসে উড়ে এসে বিভিন্ন পথচারী ও চালকের চোখে এসে পড়ছে। যার ফলে সড়ক দুর্ঘটনা বাড়ছে। দুই বছর ধরে ঠিকাদার কাজ শেষ না করেই ঠিকাদার লাপাত্তা হয়েছেন। রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি করছি কর্তৃপক্ষের কাছে।

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, দিনের পর দিন কাজ না করে সড়কটি ফেলে রাখায় স্থানীয় বাসিন্দাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়ক দিয়ে মোটরসাইকেলে চলাচলও কষ্টকর। উপজেলা প্রকৌশলীকে কয়েকবার জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। শুনেছি শেখ হাসিনা পলাতক হওয়ার পর রাস্তার ঠিকাদারও নাকি পালিয়ে গেছে। বর্ষা মৌসুমের আগে যদি রাস্তাটি সংস্কার করা না হয় তাহলে এলাকার লোকজনকে রাস্তায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হবে। রাস্তাটি সংস্কারের জোর দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে বক্তব্য জানতে ঠিকাদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে নাচোল এলজিইডির উপজেলা প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, রাস্তাটি সংস্কারের জন্য ঠিকাদারকে তাগাদা দেওয়া হবে। ঠিকাদার রাস্তাটি সংস্কারে উদ্যোগ না নিলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করে রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ
এই বিভাগের আরো খবর