শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ অগ্রাহায়ণ ২৫ ১৪৩০ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৫
চাঁপাইনবাবগঞ্জ ডেস্ক
প্রকাশিত: ১ নভেম্বর ২০২৩
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। বর্তমানে স্বামী রাজ চক্রবর্তী ও ছেলে ইউভানকে নিয়ে বেশ সুখেই দিন পার করছেন এই অভিনেত্রী। আবারও সন্তানের মা হতে যাচ্ছেন শুভশ্রী। তবে অভিনেত্রীর নাকি ৪ ছেলে ও ৮ মেয়ের মা হবেন। সম্প্রতি এমন খবরে রীতিমতো হতবাক শুভশ্রী ভক্তরা।
জানা গেছে, অন্তঃসত্ত্বা অবস্থাতেই ‘ড্যান্স বাংলা ড্যান্স’র বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন শুভশ্রী। রোববার (২৯ অক্টোবর) রিয়েলিটি শোয়ের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। আর ওই প্রতিযোগিতার সেটেই ৩ বিচারক নিয়ে ভবিষ্যতবাণী করেন কেকে ও সাকী।
শুভশ্রীকে উদ্দেশ্য করে সাকী বলে, আজ থেকে ১৫ বছর পর অভিনেত্রীর সুন্দর একটা বাড়ি হবে। যাতে রাজ-শুভশ্রীর সঙ্গে থাকবে তাদের দুষ্টু-মিষ্টি ৪ ছেলে আর গোলুমোলু ৮ মেয়ে।
সাকীর মুখে এমন কথা শুনে বিস্মিত হয়ে যান শুভশ্রী। পাশ থেকে মিঠুন চক্রবর্তী বলে ওঠেন, ওটা তো আর বাড়ি থাকবে না। আর এই কথা শুনে হাসতে থাকেন শুভশ্রী।
জানা গেছে, টালিউডের জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী-রাজ। একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান। বর্তমানে তার বয়স এখন ২ বছর ৯ মাস।
সূত্র : হিন্দুস্তান টাইমস
chapainawabgonj.com
সর্বশেষ
জনপ্রিয়