সবার মতামত নিয়ে কাজ করবে সংস্কার কমিশন
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৪

সমাজের সব স্তরের মানুষের প্রতিনিধিত্ব ও স্বার্থ নিশ্চিত করা এবং জুলাই গণ-অভ্যুত্থানের বার্তাকে প্রতিফলিত করার জন্য সাংবিধানিক সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছয়টি সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। গত বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে এসব কমিশনের প্রধান হিসেবে বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনায় ছয় বিশিষ্ট নাগরিককে দায়িত্বও দিয়েছেন।
দায়িত্বপ্রাপ্তরা গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বিষয়টি সম্পর্কে সরকারের কাছ থেকে কোনো পত্র বা বিস্তারিত কিছু জানতে না পারলেও তাদের একজন এরই মধ্যে প্রস্তুতিমূলক কাজ শুরু করেছেন। অন্যরাও সংশ্লিষ্ট বিষয়ে তাদের আগের প্রস্তাব, সম্প্রতি বিভিন্ন অংশীজনের কাছ থেকে যেসব প্রস্তাব এসেছে সেগুলো খতিয়ে দেখা শুরু করেছেন। কমিশন প্রধানরা বলছেন, অন্তর্বর্তী সরকারের এ উদ্যোগ ইতিবাচক ও সময়োপযোগী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও গণমাধ্যমসহ সব অংশীজনের মতামত নিয়েই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনীয় সহযোগিতা পেলে তিন মাসের মধ্যে এ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব।
প্রধান উপদেষ্টা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে সফর রাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন কমিশন সংস্কারের প্রধান হিসেবে ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে আবদুল মুয়ীদ চৌধুরী ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিককে দায়িত্ব দিয়েছেন। এদের মধ্যে তিনজন প্রতিদিনের বাংলাদেশের কাছে এ বিষয়ে তাদের মতামতের কথা জানান।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রধান উপদেষ্টার ভাষণ থেকে আমি জেনেছি, আমাকে দুর্নীতি দমন কমিশনের সংস্কার কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। আমার সঙ্গে কাজ করার জন্য কমিশনের আরও সদস্য নিয়োগ দেওয়া হবে। কমিশনের কর্মপরিধি কী হবে তা সরকারের সংশ্লিষ্টদের কাছে জেনে নেওয়ার চেষ্টা করব বা আমাকে জানানো হবে।
তিনি আরও বলেন, সংস্কার কমিশন গঠন অপরিহার্য ছিল। বিশেষ করে কর্তৃত্ববাদী সরকারের পতনের পর আমরা বলে আসছি যে, রাষ্ট্রের অনেক কিছু ঢেলে সাজাতে হবে। এই ঢেলে সাজানোর গ্রহণযোগ্যতা এবং যথার্থতা নিশ্চিত করার জন্য কমিশন গঠন অবশ্যই ইতিবাচক। এই প্রক্রিয়া ছাড়া হঠাৎ করে সংস্কার করলে সেটা গ্রহণযোগ্য হতো না।
ড. ইফতেখারুজ্জামান বলেন, আমার সঙ্গে যারা কাজ করবেন তাদের সঙ্গে আলোচনা করে কমিশনের কর্মপরিধি নির্ধারণ করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও গণমাধ্যমসহ সব অংশীজনের মতামত নিয়েই সংস্কারের উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
দুর্নীতি দমন কমিশন নিয়ে ড. ইফতেখারুজ্জামান তার প্রতিষ্ঠানের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতার আলোকে বলেন, দুদকের নিজস্ব চ্যালেঞ্জ হচ্ছেÑ এ কমিশনের যারা নিযুক্ত হন, তারা প্রায় শতভাগ ক্ষেত্রে দলীয় রাজনীতির বিবেচনা থেকে নিযুক্ত হন। তারা দলীয় রাজনীতির প্রভাবে প্রভাবিত থাকেন। ফলে তাদের আনুগত্য দুদকের লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি থাকে না। সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করেন। এ কারণে দুদক যথাযথভাবে কার্যকর না। দুদকের কর্মীবাহিনীর মধ্যে অনেকেই সঠিকভাবে দায়িত্ব পালন করতে চান। কিন্তু তারা কোণঠাসা হয়ে থাকেন। এই অবস্থার প্রতিকারের পথ খুঁজতে হবে।
সুশাসনের জন্য নাগরিকÑ সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এরই মধ্যে প্রস্তুতিমূলক কাজ শুরু করেছেন। নির্বাচন ব্যবস্থার সংস্কার বিষয়ে মতামত গ্রহণের জন্য তিনি গতকাল বিকালে অনলাইন সভায় সুজনসহ দেশের বিভিন্ন প্রান্তের সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলেন। সভায় তিনি বলেন, গণতন্ত্র চাইলে দৃষ্টিভঙ্গি ও আচরণ পরিবর্তন করতে হবে। এতদিন সংস্কার একটা গালি ছিল। কিন্তু এখন সবাই সংস্কারের দাবি করছে। আমরা যদি গণতন্ত্র চাই তাহলে নিজের, দলের দৃষ্টিভঙ্গি, আচরণ পরিবর্তন করতে হবে।
প্রতিদিনের বাংলাদেশকে ড. বদিউল আলম মজুমদার বলেন, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কোনো চিঠি এখনও আমি পাইনি। তবে আমরা সম্প্রতি নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য প্রস্তাব রেখেছি। গত ২৯ আগস্ট আইনি কাঠামো নিয়ে গভীরভাবে পর্যালোচনা করে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট আইনি সংস্কারসহ অস্পষ্টতা দূর করা, আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক নির্বাচন পদ্ধতি প্রবর্তনের কথা ভাবা, নারীদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ এবং আসনসমূহে প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করা, দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্ট গঠনের বিষয়টি বিবেচনায় নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া অন্তর্বর্তী সরকারকে নির্বাচনকালীন সরকার সম্পর্কে একটি রাজনৈতিক সমঝোতায় উপনীত হওয়ার এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয়করণমুক্ত করার উদ্যোগ নেওয়ার কথা বলেছি। এ ছাড়া বলেছি, একতরফা নির্বাচন কোনো নির্বাচন নয়। কারণ নির্বাচন মানেই বিশ্বাসযোগ্য বিকল্প থেকে বেছে নেওয়া। এ ধরনের নির্বাচন যাতে ভবিষ্যতে না হতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি বন্ধ করা এবং ভোটার তালিকায় জেন্ডার গ্যাপ কমানোর ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা দরকার বলেও প্রস্তাব রেখেছি। সংস্কার কমিশনে আমাদের সেসব প্রস্তাবে সংযোজন-বিয়োজন হতে পারে। প্রয়োজনীয় সহযোগিতা পেলে তিন মাসের মধ্যে কাজ শেষ করা সম্ভব।
সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, প্রধান উপদেষ্টা তার ভাষণে যা বলেছেন, সংস্কার কমিশন গঠন সম্পর্কে এর বেশি কিছু আমি জানি না। আমার কমিশনের বিষয়েও কিছু বলা হয়নি আমাকে। কী কাজ, সরকার কী চায়Ñ তা আমাকে আগে বুঝতে হবে। তারপর বিষয়টি নিয়ে কথা বলতে পারব। কমিশনের কর্মপরিধি কী হবে, আমি বিষয়টি নিয়ে এখনও অন্ধকারে।
তিনি আরও বলেন, সংবিধানের বিষয়ে অনেকেই বলছেন, পরিবর্তন দরকার। কেউ কেউ প্রধানমন্ত্রীর মেয়াদ দুইবারের বেশি হবে না বলছেন। কিন্তু আমি যতটুকু জানি সংসদীয় গণতন্ত্রে কোথাও এটা নাই। আমেরিকা, ফ্রান্সে রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থায় এটা আছে। সবাই রাষ্ট্র সংস্কারের কথা বলছেন। কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো প্রস্তাব আসেনি। কমিশনের কাজ শুরু হলে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলব। সবার মতামত নেওয়া হবে।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা তার ভাষণে জানিয়েছেন, সংস্কার কমিশনগুলোর আলোচনা ও পরামর্শসভায় উপদেষ্টা পরিষদের সদস্য, ছাত্র, শ্রমিক, জনতার প্রতিনিধি, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তার কাজ আগামী ১ অক্টোবর থেকে শুরু করতে পারবে এবং এটি পরবর্তী তিন মাসের মধ্যে সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে এ নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শসভার আয়োজন করবে। চূড়ান্ত পর্যায়ে ছাত্রসমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপকভিত্তিক তিন থেকে সাত দিনব্যাপী একটি পরামর্শসভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। এতে এই রূপরেখা কীভাবে বাস্তবায়ন হবে তারও একটি ধারণা দেওয়া হবে।
পর্যবেক্ষণে রাখবে জাতীয় নাগরিক কমিটি
সংস্কার কমিশন গঠন সম্পর্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন গতকাল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমরা দেখেছি আমাদের প্রধান উপদেষ্টা কয়েকটি কমিশনের মাধ্যমে রাষ্ট্রের সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছেন। এই প্রক্রিয়াকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু একই সঙ্গে বলতে চাই, আমরা এই উদ্যোগকে মনিটরিংয়ের মধ্যে রাখব। প্রধান উপদেষ্টাও ছাত্র-জনতাকে মনিটরিংয়ের বিষয়ে উৎসাহ দিয়েছেন। এটাকেও আমরা স্বাগত জানাই।
তিনি আরও বলেন, আমাদের নাগরিক কমিটির কাজের পরিধির আট দফার মধ্যেও বলেছি, আমরা সরকারকে সহায়তা করতে চাই এবং জবাদিহিতার মধ্যেও রাখতে চাই। আবার আমরা যে জবাবদিহিতা চাচ্ছি তা তাদের কাজের জন্যও সহায়ক হবে। আমরা চাই, তারা তাদের কাজের সঙ্গে ছাত্র-জনতাকে ওতপ্রোতভাবে যুক্ত রাখবে। আমাদের বাদ দিয়ে তারা কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছবেন না। কমিশন জনগণের সঙ্গে আলোচনা করেই তাদের সিদ্ধান্ত নেবে বলে আশা করছি।

- সন্তানের নাগরিকত্ব নিয়ে জটিলতার শঙ্কা
- চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ২৫ জন সনাতন ধর্মাবলম্বী
- চাঁপাইনবাবগঞ্জে বিটিসিএলের ৩৩ লাখ টাকা বকেয়া, মামলার সুপারিশ
- ৪ হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান টিপু সাময়িক বরখাস্ত
- চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু
- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- ইসির নির্বাচনী রোডম্যাপে যা থাকছে
- বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার নবনির্বাচিত
- চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো মা-মেয়ের
- ডাকসু নির্বাচনে লড়ছেন চাঁপাইনবাবগঞ্জের ৯ শিক্ষার্থী
- চাঁপাইনবাবগঞ্জ ফোরামের ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন : সভাপতি বুলবুল
- চাঁপাইনবাবগঞ্জে বানভাসি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
- ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কমেছে ২৫ সেন্টিমিটার
- ঐতিহ্যের সাক্ষী ৫০০ বছরের পুরাতন সোনামসজিদ
- চাঁপাইনবাবগঞ্জে অ্যাডভোকেসি প্লাটফরমের মানববন্ধন
- চাঁপাইনবাবগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মানববন্ধন
- চাঁপাইনবাবগঞ্জে ৬০০ পরিবার পেলো ত্রাণ
- চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপিতে এগিয়ে হারুন
- চাঁপাইনবাবগঞ্জে পানি কমলেও দুর্ভোগ কমেনি, বন্ধ অর্ধশতাধিক শিক্ষা
- পেঁয়াজ আমদানির খবরে চাঁপাইনবাবগঞ্জে কমেছে দাম, স্বস্তিতে ভোক্তা
- চাঁপাইনবাবগঞ্জে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
- চবি ক্যাম্পাসে চালু হচ্ছে ই-কার সেবা, উদ্বোধন আজ
- দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা
- ঢাকা-কুড়িগ্রাম দূরত্ব কমবে ১৩৫ কিলোমিটার
- চাঁপাইনবাবগঞ্জের সাম্প্রতিক বন্যার নয়
- চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
- চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত পানিবন্দি ১১ হাজার পরিবার
- ‘অপারেশন ইগল হান্ট’ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের অফিসে হামলা-ভাঙচুর
- গুমের শিকারদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি কমিশনের
- শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য
- সংকট কাটাতে নজর বিদেশি সহায়তায়
- বিমানবন্দরে আসিফের ব্যাগে অ্যামোনেশনসহ ম্যাগাজিন, ব্যাখ্যা দিলেন
- জিন ব্যাংক প্রতিষ্ঠা করবে সরকার
- ডলারের বাজারে কোনো অস্থিরতা নেই
- হত্যা মামলা থেকে সাংবাদিকদের অব্যাহতি দিন
- দেশত্যাগ ঠেকাতে ৬ শতাধিক প্রভাবশালীর পাসপোর্ট ব্লকড
- দেয়ালে দেয়ালে প্রতিবাদ নতুন বাংলাদেশের স্বপ্ন
- দৈত্যাকারে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছে জলবায়ু সংকট
- তারুণ্যের রঙে রঙিন হয়ে উঠুক বাংলাদেশ
- নির্বাচনী প্রচারণায় থাকছে না পোস্টার, আচরণবিধির খসড়া অনুমোদন ইসির
- ২৪ দিনে এসেছে ১৭২ কোটি ডলার রেমিট্যান্স
- ৫ শিল্প মালিকের কর নথি অনুসন্ধানে এনবিআর
- রোজার আগেই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, ড.ইউনূস-তারেক বৈঠকে