সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ আশ্বিন ৯ ১৪৩০ ১০ রবিউল আউয়াল ১৪৪৫
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮
রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলে কল রেকর্ড ফাঁস করে দিয়েছে তার ভাগিনা মাসুদ। ফাঁস হওয়া ওই রেকর্ডে ভাগিনা মাসুদকে মোসাদ্দেক হোসেন বুলবুল ২৮ ডিসেম্বর থেকে দেশব্যাপী নাশকতা তৈরির জন্য বিএনপির তৃণমূল নেতাদের প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন। ফোনালাপে মাসুদ নামের ওই ব্যক্তি মোসাদ্দেক হোসেন বুলবুলের কুশলাদি জিজ্ঞাসা করার পরে নির্বাচনকেন্দ্রিক দলীয় নির্দেশনা জানতে চাইলে বুলবুল লাঠিসোটা-অস্ত্রশস্ত্র প্রস্তুত করতে নির্দেশ দেন। তিনি এও বলেন, ২৮ ডিসেম্বরের পর এমন পরিস্থিতি তৈরি করা হবে যা কল্পনাতীত। অস্থিতিশীল পরিস্থিতি ধারণা দিতে বুলবুল বলেন, ‘হয় বাংলাদেশ থাকবে, নইলে ইনাশাল্লাহ দেশই ডিভাইড (বিভক্ত) হয়ে যাবে।’ ওই কলরেকর্ডে মোসাদ্দেক হোসেনের ভাগিনা মামুন নিজেদের প্রস্তুত করতে নির্দেশনা চাইলে ২৮ তারিখ থেকেই নাশকতা পরিকল্পনা সর্বশেষ নির্দেশ বলে অভিহিত করেন বুলবুল। এদিকে একের পর এক বিএনপি নেতাদের ফোনালাপে নাশকতা পরিকল্পনায় ভীত-সন্ত্রস্ত্র মনোভাব প্রকাশ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এ প্রসঙ্গে একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, বিএনপি সমর্থিত রাজশাহীর সাবেক মেয়র বুলবুলের ফোনালাপটি বেশ উদ্বেগজনক। কথা শুনে বোঝা যাচ্ছে দেশব্যাপী বড় ধরণের নাশকতা পরিকল্পনা বাস্তবায়নে মাঠে নেমেছে বিএনপি। জনগণের জানমাল রক্ষায় বিএনপির পরিকল্পানা রুখে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সরকারের দ্রুত পদক্ষেপ প্রয়োজন বলে আমি মনে করি।
chapainawabgonj.com
সর্বশেষ
জনপ্রিয়