সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ আশ্বিন ৯ ১৪৩০ ১০ রবিউল আউয়াল ১৪৪৫
প্রকাশিত: ৩ নভেম্বর ২০১৮
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে চাঁদা দাবি, জমি দখল এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আরো একটি মামলা হয়েছে। শুক্রবার রাজধানীর ধানমন্ডি জিগাতলা এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেন বাদী হয়ে আশুলিয়ায় থানায় মামলাটি (নং-৪) করেন।
এ নিয়ে জাফরুল্লাহর বিরুদ্ধে নানা অভিযোগে এখন পর্যন্ত আশুলিয়া থানায় ছয়টি মামলা হল।
ডা. জাফরুল্লাহ চৌধুরী ছাড়াও মামলার আসামিরা হলেন— গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক মো. সাইফুল ইসলাম শিশির, সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম এবং স্থানীয় টাকশুর এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে আওলাদ হোসেনসহ (৪৮) অজ্ঞাতনামা ৬ জন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৭ অক্টোবর মো. তোফাজ্জল হোসেন (এক্সিউটিভ, লিগ্যাল এন্ড রেগুলেটরি) লেজার মেডিকেলের মালিক ডা. জাহানারা ফেরেদৌস খানের মালিকানাধীন প্রায় ২ একর পরিমাণ জমিটি দেখাশুনার জন্য সাভারের মির্জানগর এলাকায় যান। এসময় ডা. জাফরুল্লাহ চৌধুরীর নির্দেশে মো. সাইফুল ইসলাম শিশির, আব্দুস সালাম এবং আওলাদ হোসেনসহ অজ্ঞাতনামা ৫/৬ জন সন্ত্রাসী আবারও তার কাছে কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করেন। এসময় চাঁদা দিতে অস্বীকার করলে তাকে ও মালিকের কেয়ারটেকারকে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপু মামলার সত্যতা নিশ্চিত করে জানান, মামলাগুলো অনেক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
প্রসঙ্গত, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বিরুদ্ধে এর আগে জমি দখল, চাঁদা দাবিসহ নানা অভিযোগে আশুলিয়া থানায় ৫টি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা।
chapainawabgonj.com
সর্বশেষ
জনপ্রিয়