সোমবার ০২ অক্টোবর ২০২৩ আশ্বিন ১৭ ১৪৩০ ১৭ রবিউল আউয়াল ১৪৪৫
প্রকাশিত: ৩ নভেম্বর ২০১৮
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) একটি নির্দিষ্ট সংখ্যক কেন্দ্রে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে সংশ্লিষ্ট কেন্দ্রের ব্যালট পেপারও প্রস্তুতি রাখবে সংস্থাটি।
গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) সংশোধনী এনে এমন ব্যবস্থা রাখা হয়েছে। আরপিও ২৬ ধারা সংশোধন করে বলা হয়েছে গোপান ব্যালট ও ইভিএম উভয় মাধ্যমেই ভোটগ্রহণ করা যাবে। এই আইন বলেই কমিশন ইভিএমে যেসব কেন্দ্রে ভোটগ্রহণ করবে সেখানে গোপন ব্যালট পেপারও প্রস্তুত রাখবে।
মেশিনে কোনো সমস্যা দেখা দিলে বা অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির সৃষ্টি হলে যেন ভোটগ্রহণ বাধাগ্রস্থ না হয়, সেজন্যই এই ব্যবস্থা হচ্ছে। কেননা, ২০১৩ সালে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের সময় টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে ইভিএম বিকল হলে পরবর্তীতে সেই কেন্দ্রের ভোট ব্যালটে নেওয়া হয়। এতে ফল প্রকাশে বিড়ম্বনায় পড়তে হয় কমিশনকে। এই পরিস্থিতি যেন সংসদ নির্বাচনে সৃষ্টি না হয়, তাই ব্যালট পেপারও প্রস্তুত রাখবে কমিশন।
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ বিষয়ে বলেন, ইভিএম কতটি কেন্দ্রে ব্যবহার করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে আমাদের প্রস্তুতি ভালো। এক্ষেত্রে কমিশন যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ী কাজ করা হবে। ইভিএম ব্যবহারের ক্ষেত্রে আমরা ব্যালট পেপারও প্রস্তুতি রাখবো। এতে রিস্ক মোকাবেলা করা যাবে।
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম জানান, ১০ শতাংশ কেন্দ্রে ব্যবহারের মতো ইভিএম আমাদের থাকবে। তবে তিনশটি কেন্দ্রেও যদি এই মেশিন ব্যবহার করতে চাই, তবে সক্ষমতা অর্জনের প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে লোকবল, প্রশিক্ষণ ইত্যাদির বিষয় রয়েছে।
chapainawabgonj.com
সর্বশেষ
জনপ্রিয়